Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নয়ন তারা রায় এর সফলতার গল্প
ছবি
ডাউনলোড

নয়ন তারা রায় এর সফলতার গল্প


১.         সফলতার বিষয়ঃ ভার্মি কম্পোস্ট সার উৎপাদন, সংরক্ষন, ব্যবহার ও বিক্রি।


২.         উদ্যোক্তার নামঃ নয়ন তারা রায়,

                            গ্রামঃ কাশিয়ানী,

                এনআইডি নঃ ৩৫১৪৩২৭৪৫৬৪০৩,

                  মোবাইলনং : ০১৭২১২৬২০৩১।


৩.         ঠিকানাঃ

                        ইউনিয়নঃ কাশিয়ানী,

                       উপজেলাঃ কাশিয়ানী,

                             জেলাঃ গোপালগঞ্জ।


৪.         সফলতার বিষয়ে বিস্তারিত বর্ণনাঃ


*অনুপ্রানিতঃ কৃষি সম্প্রসারন অধিদপ্তর, কাশিয়ানী, গোপালগঞ্জ এর মাধ্যমে ভার্মি কম্পোস্ট সার উৎপাদনে অনুপ্রানিত হয়েছি।


*প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জন, বাস্তবায়ন ও অভিজ্ঞতাঃ এনএটিপি-২ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস, কাশিয়ানী,র  মাধ্যমে ভার্মি কম্পোস্ট বিষয়ে প্রশিক্ষন প্রাপ্ত হয়ে ভার্মি কম্পোস্ট উৎপাদনে আগ্রহ প্রকাশ করি। এনএটিপি-২ প্রকল্পের আওতায় প্রদর্শনী পাই এবং উৎপাদন শুরু করি। আমি উপজেলা কৃষি অফিস এবং উপ সহকারী কৃষি কর্মকর্তা আজিজুর রহমান এবং কে, এম, মেহরাব হোসেন এর নিকট থেকে ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রক্রিয়া সর্ম্পকে পরামর্শ গ্রহন করি। পরবর্তীতে নিজ খরচে ঘর নির্মান , রিং সেটিং ও কেঁচো ক্রয় করে বানিজ্যিক ভাবে উৎপাদন শুরু করি। উৎপাদন প্রক্রিয়া চলমান অবস্থায় আছে। আমি বানিজ্যিক ভাবে ভার্মিকম্পোস্ট উৎপাদন,ব্যাবহার ও বাজারজাতকরনে সফল সিআইজি নারী কৃষক ও উদ্যোক্তা হিসেবে কৃষক সম্মাননা-২০২২ এ সম্মানিত হই এবং আমাকে দেখে অন্য অনেক সুবিধাবঞ্চিত নারী ও অনুপ্রানিত হয়ে ভার্মি কম্পোস্ট উৎপাদনে নিজেদের সম্পৃক্ত করে নিজেদের অবস্থার পরিবর্তন করতে পেরেছে।


* নির্দিষ্ট সময়ে আয়, ব্যয় ও নীট লাভঃ

সময় বছর

ব্যয়

আয়

নীট লাভ

২০১৭  

৩০০০/-

২০০০০/-

১৭০০০/-

২০১৮ 

১০০০০/-

৩৭০০০/-

২৭০০০/-

২০১৯

২০৫০০/-

৫৪৫০০/-

৩৪০০০/-

           ২০২০          

৩৫০০০/-

৯০০০০/-

৫৫০০০/-

২০২১

৫০০০০/-

১৩০০০০/-

৮০০০০/-

২০২২ 

৭২০০০/-

১৫৮০০০/-

৮৬০০০/-

২০২৩ 

৯৩৭৫০/-

২০০০০০/-

১০৬২৫০/-

মোট- 

২৮৪২৫০/-

৬৮৯৫০০/-

৪০৫২৫০/-


৭. উৎপাদিত পন্যাদির  বাজারজাতকরনের পদ্ধতি স্থানীয় বাজার/দুরবর্তী বাজার/অনলাইন বাজার/ফেইসবুক/অ্যাপস ভিত্তিক বাজারঃ

উৎপাদিত ভার্মি কম্পোস্ট সার আমাদের সিআইজি সকল সদস্যের ভার্মি কম্পোস্ট একই স্থানে সংরক্ষন করে রাখি উৎসাহিত কৃষকগন বাড়ীতে এসে ক্রয় করে নিয়ে যান।উপজেলা কৃষি অফিসের মাধ্যমে তথ্য নিয়ে ক্রেতাগন আসেন এবং ফেইসবুক তথ্য আপলোড থাকায় দুরদুরান্ত থেকে লোকজন এসে ভার্মি কম্পোস্ট ক্রয় করেন।  এরকম বিভিন্নভাবে বাজারজাত সম্পন্ন করে থাকি।


৮. উৎপাদিত পন্যাদির মূল্য সংযোজন কার্যক্রমের বিবরনঃ  যেমন : সটিং/গ্রেডিং/ওয়াসিং/প্যাকেজিং ইত্যাদি।

ভার্মি  কম্পোস্ট উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন হলে গ্রেডিং করে ব্যবহার উপযোগী সার ও কেঁচো আলাদা করে সংরক্ষন করে  পুনরায় রিংয়ের মধ্যে সংযোজন করতে হবে। এবং ভার্মি কম্পোস্ট বিক্রির জন্য ক্রেতার চাহিদা অনুসারে বিভিন্ন সাইজের প্রস্তুত করে প্যাকেট/বস্তাবন্দি করা হয়।


৯. প্রযুক্তি গ্রহনের পূর্বে ও পরে আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনঃ (আয়-ব্যায়ের বিবরনসহ)

প্রযুক্তি গ্রহনের পূর্বে আমার আর্থসামাজিক অবস্থা খারাপ ছিলো এবং আয় উপার্জনের কোন মাধ্যম ছিলো না, কিন্তু বর্তমানে আমার অবস্থার পরিবর্তন হয়েছে।

বর্তমানে পরিবারের আয় ছাড়াও বৎসরে ৭০,০০০/- থেকে ৮০,০০০/- অতিরিক্ত আয় হয়। এতে আর্থ-সামাজিক অবস্থা আগের চেয়ে উন্নত হয়েছে ।


১০. প্রযুক্তি বিস্তারে ভবিষ্যত পরিকল্পনাঃ

আগামীতে বড় পরিসরে আধুনিক  একটা ভার্মিপ্লান্ট তৈরী করার পরিকল্পনা আছে এবং ভার্মি কম্পোস্ট বিক্রির জন্য নির্দিষ্ট দোকান/স্থান নির্বাচন করে ব্যাবসা পরিচালনার পরিকল্পনা রয়েছে অনলাইনে প্রচার ও বিঞ্জাপন প্রদানের মধ্যমেও ভার্মিকম্পোস্ট সার আগ্রহী ফল ও সবজি চাষী সহ অন্যান্যদের নিকট পৌছানোর পরিকল্পনা রয়েছে।